কমিনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা
পুলিশ ফাঁড়ির ইনর্চাজকে বরণ ও বিদায়

.

চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ অরুণ কুমার চাকমাকে বিদায় ও নবাগত ইনর্চাজ মং থোয়াই হ্লা চাকমার এর বরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভা এক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বদরখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিএস) এর আয়োজনে জঙ্গী, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, ইভটিজিং,বাল্যবিবাহ রোধ, শান্তিশৃংখলা বজায় রাখার লক্ষে আয়োজিত মতবিণিময় সভায় আলোচনা করেন বক্তরা।

এসময় প্রধান অতিথি গোলাম মোরশেদ ও নবাগত ইনচার্জ মং থোয়াই হ্লাচাকসহ বক্তরা বলেন, সাধারণ জনগণ সহযোগিতা করলে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আর স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

অপরাধীদের দমন করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইনর্চাজ।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বদরখালী একটি রেষ্টুরেন্ট এবিসিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বদরখালী কমিনিটি পুলিশের সহ-সভাপতি রশিদ আহমদ এম.এর সভাপতিত্বে, কমিনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন টিটুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ীর চৌকষ ইনচার্জ গোলাম মোরশেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহেশখালীস্থ কোষ্টগার্ড ও বদরখালী অবস্থিত ক্যাম্পের কেষ্টগার্ড কমান্ডর নজরুল ইসলাম, বদরখালী পুলিশ ফাঁড়ীর নবাগত ইনচার্জ মং থোয়াই হ্লাচাক, বিদায়ী ইনর্চাজ এস আই অরুণ কুমার চাকমা, কে এম জোবাইর আহমদ বিএসসি, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মনজুর আলম, চকরিয়া প্রেসক্লাবের তথ্য প্রযুাক্তি ও যোগযোগ সম্পাদক মোহাম¥দ উল্লাহ, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব।

এছাড়াও বক্তব্য রাখেন, কমিনিটি সদস্যদের মধ্যে মাস্টার মকবুল হোছাইন, হাসান কোম্পানী, আ’লীগ নেতা শেখ সালাহ উদ্দিন, আবুল বশর, সরওয়ার সিকদার, মীর কাসেম আলী সিকদার, বদরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাজী হামিদ উল্লাহ, মাস্টার সিরাজুল করিম, ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরী, বখতিয়ার উদ্দিন রুবেল, জাহেদুল ইসলাম, আনোয়ার পারভেছ, সাবেক বাজার কমিটির সম্পাদক শাহাজান, শ্রমিক নেতা আকতার আহমদ, ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন ও রিদুয়ানুল হক।

কমিনিটি পুলিশের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন, মকতুল হোছাইন, নাছির উদ্দিন, বদিউল আলম মানিক, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, নুরুল হুদা, গিয়াস উদ্দীন, জাহাঙ্গীর আলম, ইউছুপ বদরী, আবুল হাসেম, নজরুল ইসলাম কালু, আব্দু জলিল, ফজল কাদের, আসাদুজ্জামান সাদুল প্রমুখ।