আগামী ৭ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরা বন্ধ
রাসমণি ঘাটে জেলের উৎসব ক্রেতার ভিড়

জেলের উৎসব ক্রেতার ভির ইলিশের হাট রাসমণি ঘাটে

আর মাত্র কদিন বাকি। সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে টানা ২২ দিন। মৌসুমের শেষ পূর্ণিমার ভরা সাগরে (জোঁ) রূপালী ইলিশ শিকার-উচ্ছ্বাস আছড়ে পরছে সাগর তীরে। জেলে পাড়ায় উৎসব-আমেজ। এবার মাছ বেশি, দামও বেশি। কর্ণফুলি নদী তীরের কয়েকটি ঘাট আর জেলে পল্লী ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। মাছ ধরা বন্ধের আগের জোঁ পূর্ণিমার ভরা জোয়ারে ইলিশ শিকারের ব্যাপক প্রস্তুতি নিয়েছে দক্ষিণ কাট্টলী রানী রাসমণি বারুনি স্নান ঘাটের জেলেরা। জোঁ শুরুর আগেই জাল পরখ কিংবা নতুন সুতায় বুনে নিয়েছেন জালের ছিঁড়া অংশ। এরপর সাগরপানে ছুটে চলা। এমন দৃশ্য শুধু রাণি রাসমণি ঘাটেই নয়, পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে ফিসারি ঘাটের বিস্তৃর্ণ সাগরের বেলাভূমিজুড়ে গড়ে উঠা বিভিন্ন ঘাটেও এমন দৃশ্য দেখা গেছে।

রাসমণি ঘাটে জেলে আর উৎসুক দর্শনার্থী একাকার। ভাটির টানে সাগরের বুক চিড়ে বহুদূর ছটুছে জেলের দল। সাগর সেঁচে নৌকা ভরছে রূপালি ইলিশে। জোয়ার আসলেই কূলে ফেরার পালা। ভাগ্যের জোরে কেউ মাছভরা নৌকা নিয়ে ফিরছে তো কেউ বা প্রায় খালি। আবারও আশায় বুক বেঁধে ছুটে চলা সাগরপানে-এভাবেই কাটে ছোট ফিশিং বোটের মাঝি-মাল্লাদের দিন-রাত। আর বড় বড় ফিশিং বোটগুলো একাধারে ১৫ দিন থেকে মাসাধিক কালও সাগরে থাকে। তীরে ফেরার পর মাছ নিতে ছুটে আসে ফড়িয়ার দল। মৌসুমি বিক্রেতা বোট থেকে হাতে হাতে ঝুড়ি ভরে নিয়ে আসে ছোট-বড় ইলিশ। বেলাভূমিজুড়ে সৌখিন ইলিশ ক্রেতা-বিক্রেতার মেলা বসে। তাজা ইলিশ নেড়ে-চেড়ে দেখার পর দরদাম, এরপর রূপালি ইলিশে রসনা তৃপ্ত করতে কেউই খালি হাতে ফেরেন না। তবে এবার একটু দাম বেশি। মাছও বেশি।

জেলের উৎসব ক্রেতার ভির ইলিশের হাট রাসমণি ঘাটে

উৎসুক দর্শনার্থীর পদচারণায় মুখর দক্ষিণ কাট্টলীর রাণি রাসমণি বারুনি স্নান ঘাট। তবে এমন দৃশ্য দেখা যায় জোঁ জোঁ। ‘জোঁ’ এর ব্যাখ্যা করলেন জসিম মাঝি। তিনি জানালেন, পূর্ণিমার আগে এবং অমাবশ্যার পর জোঁ। এসময়ে সাগরে প্রচুর মাছ পাওয়া যায়। তখন জেলেদের কোন ফুসরত থাকে না। মনে আনন্দ থাকে। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। কেউ ইলিশ নেয় তো কেউ বা ঘুরে-ফিরে নয়নাবিরাম দৃশ উপভোগ করে।

কথা প্রসঙ্গে ঘাটের দোকানী আবদুর রাজ্জাক জানালেন সব সময়ই অনেক লোক আসে। আর জোঁ শেষ হলে লোকের সমাগম কমে যায়। তবে তখনও তার দোকান চলে গভীর রাতঅবধি। কারণ জেলেদের ঘর-সংসার বলতে গেলে, সাগর তীর। ঘাটে নৌকা বেঁধে তীরে আড্ডায় কাটে উদয়-অস্ত। তখন কেউ গলা ছেড়ে গান ধরে। কেউ বা বাজায় বাঁশের বাঁশি। অবসর কাটে তাদের এমন আনন্দে। বলছিলেন জসিম মাঝির মাল্লা (সহকারী) আবদুর রহিম।

জেলের জালে আটকা ইলিশের প্রাণপণ নড়া-চড়া দেখেন যারা তাদের একজন জসিম মাঝি। রাসমণি ঘাটে আলাপকালে তিনি বলেন, চলতি জোঁ শেষ হলেই সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ। এমন নির্দেশনা রয়েছে সরকারের। ওই নির্দেশনা মানতে তৎপর-উৎফুল্ল জসিম মাঝি বলেন, তখন বাড়ি ফিরব। ছেলে-মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। সকালে ফোনে বলেছি-সরকারি ‘ছুটি’তে বাড়ি যাব। ভোলার দৌলতখাঁ এলাকার বাড়ি থেকে ফিরব ছুটিশেষে। শুধু জসিম মাঝিই নয়, একই কথা জানালেন বেলাল মাঝি, শফিক মাঝি ও আলম মাঝিসহ অনেকে। তাদের মাল্লারাও খুব খুশি। সরকারি ছুটিতে বাড়ি ফিরবে তারাও। সরকারি বন্ধ (ছুটি) জেলের উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে।

ইলিশ শিকার করতে করতে, মাছের রাজা ওই ইলিশের প্রতি তাদের তেমন আগ্রহ নেই। যেকারণে স্বাধের মাছ ইলিশ তেমন খেতে চান না বহু জেলে। মুরগি, গরুর মাংস বিভিন্ন তরকারি তাদের বেশি পছন্দ। পছন্দ বিভিন্ন ফলমূলও।

জেলের উৎসব ক্রেতার ভির ইলিশের হাট রাসমণি ঘাটে

মাছ ধরা বন্ধ টানা ২২ দিন
পদ্মা-মেঘনাসহ সারা দেশের মা-ইলিশের বিচরণ ক্ষেত্রগুলোতে চলতি বছরের ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর।
এই নিয়ম মানার উৎসব পালন করে জেলেরা। তাদের মধ্যে এক ধরনের সচেতনা সৃষ্টি হয়েছে। বললেন শরীফ মাঝি। তার ভাষায়-সরকার যে নিয়ম করছে। এটা ভালো, এতে মাছের উৎপাদন বাড়ে। বছরশেষে আমরা তার প্রমাণও পেয়েছি। এবার তুলনামূলক বেশি মাছ ধরা পরছে জালের জালে। এটা প্রজনন মৌসুমে সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধের সফল। এর সুফল ভোগ করছে দেশের মানুষ।

মাৎস্য অধিদপ্তর সূত্র জানায়, প্রত্যক্ষভাবে প্রায় ৩১ শতাংশ মানুষ মৎস্যখাতে জড়িত এবং ১১ শতাংশের অধিক লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর ওপর নির্ভরশীল। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে। দেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) ইলিশের অবদান এক শতাংশের অধিক। কাজেই একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সর্বোচ্চ।

শেয়ার করুন