পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন
সীমাহীন দুর্ভোগে নগরবাসী

দুর্ভোগের দ্বিতীয় দিনে ভ্যানে চড়ে কর্মস্থলে ছুটছে মানুষ। ছবিটি নগরীর টাইগারপাস এলাকা থেকে ক্যামেরায় ধারণ করেছেন এমএ হান্নান কাজল।

চট্টগ্রাম : দুই পরিবহন চালককে আদালতের দেয়া শাস্তির প্রতিবাদে সড়কে নেমে এসেছে যানবাহন চালক-শ্রমিকরা। তারা টানা ধর্মঘটের ঘোষণা দিয়েছে। আজ বুধবার (১ মার্চ) বাস শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। চট্টগ্রামে সকাল থেকেই তীব্র পরিবহন সংকট দেখা দিয়েছে। কর্মজীবী মানুষ কর্মক্ষেত্রে যেতে অসহনীয় যন্ত্রণায় পড়তে হয়েছে নগরবাসীকে। অনেকে অটোরিকশা, রিকশায় তিন-চার গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।

এ ছাড়া অসংখ্য ভুক্তভোগী মানুষ পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। ঢাকার গাবতলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রামে তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুবই সীমিত আকারে কিছু কিছু পণ্যবাহী পরিবহন চলতে দেখা গেছে।

ধর্মঘটের দ্বিতীয় দিনে পুলিশ পরিবহন শ্রমিকরা সড়কজুড়ে। ছবি: এমএ হান্নান কাজল

রাজধানী ঢাকাসহ সারাদেশের মতো চট্টগ্রামেও জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দেশ।

চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া, বরিশাল, রংপুর, খুলনা বিভাগীয় শহরসহ দেশের সব জেলা শহর থেকে দূরপাল্লার এবং আন্তঃজেলা রুটে কোনো বাস চলাচল করেনি।

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গত সপ্তাহে মানিকগঞ্জের আদালতে রায়ের পর থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এর পর সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদণ্ড দেওয়ার পর শুরু হয় দেশজুড়ে ধর্মঘট।

শেয়ার করুন