নৌকার পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দিনভর গণসংযোগ

নৌকার পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দিনভর গণসংযোগ

চট্টগ্রাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মঈনুদ্দিন খান বাদল ও ৯ আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে বোয়ালখালী ও নগরীতে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর-জেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে নেতৃবৃন্দরা ট্রাকে করে বোয়ালখালী পৌরসভা, আশপাশের কয়েকটি ইউনিয়ন ও নগরীর কেবি আমান আলী রোড, কালামিয়া বাজার এবং ডিসি রোডে গিয়ে নির্বাচনী গণসংযোগ সম্পন্ন হয়।

এছাড়া সন্ধ্যা ৬টায় নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগে চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী বাদলের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, এম কে জামান, সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, চট্টগ্রাম মহানগরের সদস্য-সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের আহবায়ক গিয়াসউদ্দীন সুমন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন, শেখ ফরিদ মিটু, সদস্য মুহাম্মাদ মইনউদ্দীন খান, মাইনুল আলম সৌরভ , সৈয়দ ওমর আলী, ওয়াসিফুল হক কৌশিক, আরমানউদ্দীন, কাউসার চৌধুরী, জয়নুদ্দীন আহমেদ জয়, জহির উদ্দীন, তরিকুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোশাররফ হোসেন, পূলক বড়ুয়া, আব্দুল কাদের সবুজ, শাহাবুদ্দীন ফাহিম, মুহাম্মদ জাহিদুল হক
জিহাদ, জহিরউদ্দীন প্রমুখ।

নির্বাচনী গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শেয়ার করুন