মজুরি বৃদ্ধির দাবীতে চট্টগ্রামের সিনজেনটায় শ্রমিকদের কর্মবিরতি চলছে

মজুরি বৃদ্ধির দাবীতে চট্টগ্রামের সিনজেনটায় অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি চলছে

চট্টগ্রাম : নগরীর শিল্পাঞ্চল ষোলশহর এলাকার কীটনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানায় অস্থায়ী শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি চলছে। শ্রমিকরা বলছেন, কর্তৃপক্ষের সাড়া না পেলে কর্মবিরতি চলবে।

শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি পালন করছে অন্তত তিন শতাধিক অস্থায়ী শ্রমিক। তাদের দাবী, দৈনিক ভিত্তিতে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬০ টাকা থেকে বাড়িয়ে ৫শ’ টাকা করতে হবে। দুটি উৎসব বোনাস দিতে হবে এবং ক্রমান্বয়ে তাদের স্থায়ী করতে হবে।

আরো পড়ুন : পাহাড়ী কন্যা মাসিনু লড়বেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে

সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু শ্রমিক এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কারখানার ফটক একেবারেই ফাঁকা। শ্রমিকরা জানান, আজকের কর্মবিরতির বিষয়ে আমরা আগেই কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে আজ এ-শিপটের কিছু লোক কারখানায় ঢুকেছে। আরো বহু শ্রমিক বাইরে অবস্থান করছে। আমাদের দাবী মেনে না নিলে বি-শিপট (দুপুর ২টা রাত আটটা) কাজে যোগদান করব না। ৩৬০ টাকা বেতনে আমাদের থাকা খাওয়া কষ্ট হয়ে যায়। আবার মাসে প্রতিদিন কাজও থাকে না। গড়ে ছয়-সাত হাজার টাকার বেশি বেতন পাওয়া যায় না। পক্ষান্তরে স্থায়ী শ্রমিকরা আমাদের থেকে অন্তত ৪ থেকে ৫ গুণ বেশি বেতন ভাতা পেয়ে থাকেন। সে তুলনায় আমরা কিছুই পাই না। ন্যূনতম মজুরি পাইনা। রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। কারখানাটি পুরোপুরি বিষ তৈরি হয়। স্থায়ী শ্রমিকরা যে ধরনের সুযোগ সুবিধা পায় আমরা সেরকম কিছুই পা্ই না।

বেশ কয়েকজন শ্রমিক জানান, গত বছরের সেপ্টেম্বরে আমাদের মজুরি বৃদ্ধির দাবীতে প্রতিবাদমুখর শ্রমিকদের কর্তৃপক্ষ আশ্বস্থ করেছিল যে তাদের অন্তত তিন মাস সময় প্রয়োজন। কর্তৃপক্ষের এমন আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধৈর্য্য ও সহনশীল হয়ে নিরবিচ্ছিন্ন কাজ করি। কিন্তু কর্তৃপক্ষের সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং নানাভাবে শ্রমিকদের উপর খবরদারি চালিয়ে শ্রম শোষনের অপরাধ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইন শৃংখলাবাহিনী কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।

১৯৬৫ : বাংলাদেশে “ সিবা-গেইগী ” এর আগমন হয় ১৯৬৫ সালে। এর ১৯৯৬ সালে “সিবা-গেইগী ” এবং সানডোজ একত্রিত হয়ে নাম ধারণ করে নোভার্টিজ। ২০০০ সালে নোভার্টিজ এগ্রিবিজনেস এবং এষ্ট্রাজেনেকা এগ্রো কেমিক্যাল্স একত্রিত হয়ে সিনজেনটা। আর আজকের সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিনজেনটা পার্টিসিপেশনস এজি, বাসেল সুইজারল্যান্ড এর সাবসিডিয়ারী কোস্পানী। যা সিনজেনটা পার্টিসিপেশনস এজি এবং বিসিআইসি এর একটি যৌথ অংশিদারি বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান।

শেয়ার করুন