
ঢাকায় দুটি সড়কে রিকশা চলাচল বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে আন্দোলনরত রিকশাচালকদের সমস্যার সমাধানে নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এ আমন্ত্রণ জানান মেয়র।
আরো পড়ুন : ঢাকায় আসছেন আইল্যান্ডসের প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডসের রানী
আরো পড়ুন : ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে লামা প্রশাসনের অভিযান
মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দু’টি রাস্তা বন্ধ করেছি, তারা কেন এমন করেছে।
রাজধানীর কয়েকটি সড়কে রিকশাচলাচল বন্ধ করার ঘোষণায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানী সাধারণ মানুষ।