প্রশিক্ষণ সহায়তায় ভাগ্য বদল ইসরাতের

প্রশিক্ষণ সহায়তায় ভাগ্য বদল ইসরাতের

হাফিজুর রহমান (টাঙ্গাইল) : ইসরাত সুলতানা। ছেলে সন্তান সহ দুইজনের সংসার। বৃদ্ধ পিতা আজমত আলী প্রান্তিক কৃষক। তাদের বাড়ী টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর বৈল্লা বাজার এলাকায়। বিয়ের কিছুদিন পর তার স্বামী এক ছেলে সহ তাকে ফেলে অন্য কোথাও চলে যায়। তার একার পক্ষে সংসারের খরচ চালানো এবং ছেলের লেখাপড়ার খরচ যোগানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। কি ভাবে সংসারের খরচ চালাবে তা নিয়ে প্রচন্ড হতাশায় পড়ে ইসরাত সুলতানা। অসহায়ত্ব ও বেকারত্বের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়ে। অবশেষে বিজিএস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইল শহরস্থ দেওলায় তিন মাসব্যাপি ফ্রি টেইলারিং প্রশিক্ষণ কোর্স তার দুর্দশাগ্রস্থ জীবনের ইতি টেনে তার হাতকে হাতিয়ারে পরিণত করে দেয়। আয়মূলক কাজে আতত্মনিয়োগ করে ইসরাত। বিজিএস তার কাজের অগ্রগতি ও আর্থিক স্বচ্ছলতা আনয়নের জন্য (শেড) প্রকল্পের মাধ্যমে ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১১ দিনের প্রশিক্ষণ প্রদান করে উদ্যোক্তা তৈরী করার লক্ষে ২০১৮ সালে ৫০ হাজার ঘুর্ণায়মান আর্থিক সহায়তা প্রদান করে।

আরো পড়ুন : সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ
আরো পড়ুন : নাগরপুরে বন্যায় ৯২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ইসরাত এনায়েতপুর বৈল্লা বাজারে আল্পনা টেইলার্স নামে একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করে। দিনদিন তার ব্যবসার উন্নতি ঘটতে থাকে। বর্তমানে ইসরাত ব্যবসায়ীক উন্নয়নের মাধ্যমে সংসারের খরচের পাশাপাশি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছেন। তার টেইলার্সে ৩ জন কর্মচারি রয়েছে। তিনি বর্তমানে প্রতিমাসে ১২-১৫ হাজার টাকা আয় করতে পারে। ইসরাত সুলতানা এনায়েতপুর বৈল্লা বাজার এলাকায় একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। দুর্দিনে বিজিএস সংস্থাটি তার পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কৃতজ্ঞ প্রকাশ করেন ইসরাত।

শেয়ার করুন