‘আসামিকে ক্রসফায়ারে দিতে বলেছিল বাবুল’
বাবুল-গায়েত্রীর পরকীয়া সমাচার

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের সাথে নিহত মিতু। ফাইল ছবি

শ্বশুড়পক্ষের অভিযোগের শেষ নেই বাবুলের বিরুদ্ধে। বহ্নি-বাবুল পরকীয়া অভিযোগের পর এবার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের শ্বাশুড়ি অভিযোগ করেছেন, বাবুলের পরকীয়া প্রেম ছিল ভারতীয় এক নারীর সাথে। এক পুত্রসন্তানের জননী ওই নারীর নাম গায়েত্রী অমরসিং। তিনি ওই সময় জাতিসংঘের অধীনস্থ ইউনাইটেড নেশন্স হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) নামে একটি প্রতিষ্ঠানের কক্সবাজার শাখায় কর্মরত ছিলেন। গায়েত্রী ওই প্রতিষ্ঠানের প্রটেকশন অ্যাসোসিয়েট অফিসার পদে কাজ করতেন। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে গায়েত্রী জেনেভায় ইউএনএইচসিআর সদর দফতরে কর্মরত।

বাবুলের শ্বাশুড়ির তথ্য প্রমাণ দিয়ে দাবী করেছেন,মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া এক আসামিকে ক্রসফায়ারে দিতে বলেছিলেন মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তখনও বাবুল আক্তার চাকরি থেকে ইস্তফা দেননি।

বুধবার (১৬ মার্চ) একটি সংবাদ মাধ্যমের কাছে এমন অভিযোগ করেছেন বাবুল আক্তারের শাশুড়ি শাহেদা মোশাররফ।

তিনি বলেন, ‘মিতু হত্যার ৫ দিনের মাথায় তার (বাবুল) কাছে একটি ফোন এসেছিল। চট্টগ্রাম থেকে পুলিশের এক কর্মকর্তা ফোন করে একজনকে (সম্ভবত মুসা) গ্রেফতারের কথা জানান। তখন গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে ক্রসফায়ারে দেয়ার নির্দেশ দেয় বাবুল আক্তার। ওই সময় কোনো একটি কাজে বাবুল আক্তারের রুমে (কক্ষ) গিয়েছিল আমার ছোট মেয়ে শায়লা মোশাররফ নিনজার স্বামী ডা. সাইদুর রহমান। নিনজার স্বামী আমাদের বিষয়টি জানালে আমরা বাবুল আক্তারের কাছে জানতে চাই, কাকে সে ক্রসফায়ারে দিতে বলছে? জবাবে সে (বাবুল) বলেছিল, মিতু হত্যার এক আসামি ধরা পড়েছে। যারা খুন করিয়েছে তারা খুবই প্রভাবশালী। গ্রেফতারকৃতকে বাঁচিয়ে রাখলে গডফাদাররা তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তাই তাকে ক্রসফায়ারে দিতে বলেছি।’

বাবুল আক্তারের শাশুড়ি শাহেদা মোশাররফ জানান, গত জুনে চট্টগ্রামে মিতু হত্যার পর থেকে গত নভেম্বর পর্যন্ত বাবুল আক্তার তাদের বনশ্রী মেরাদিয়ার বাসায় ছিলেন। এ বাসায় থাকাবস্থায় বাবুল আক্তার তিনটি মোবাইল ফোন সেটে ৬টি নম্বর ব্যবহার করতেন। মিতু হত্যার পর বাবুল ওইসব নম্বর দিয়ে সারা রাত কোথায় কোথায় যেন কথা বলতেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহেদা মোশাররফ জানান, গায়েত্রী অমরসিং নামে ভারতীয় এক নারীর সঙ্গে বাবুল আক্তারের পরকীয়া ছিল। চার বছর আগে বাবুল আক্তারের সঙ্গে গায়েত্রীর পরিচয় হয়। বাবুল তখন কক্সবাজারে কর্মরত ছিলেন। ওই সময় গায়েত্রী জাতিসংঘের অধীনস্থ একটি প্রতিষ্ঠানের কক্সবাজার শাখায় কর্মরত ছিলেন। ওই প্রতিষ্ঠানের নাম ইউনাইটেড নেশন্স হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর)। গায়েত্রী এ প্রতিষ্ঠানের প্রটেকশন অ্যাসোসিয়েট অফিসার ছিলেন।

শাহেদা মোশাররফ জানান, মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকেও এসব বিষয়ে অবগত করা হয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত ডকুমেন্ট তার হাতে তুলে দেয়া হয়েছে। তবে তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুজ্জামানের দাবি, এ বিষয়ে তাকে কিছু অবগত করা হয়নি।

বাবুল আক্তারের শাশুড়ি বলেন, ‘মিতু নিহত হওয়ার পর চট্টগ্রামের বাসা থেকে ওই এসএমএসের কপিগুলো সংগ্রহ করি। পাশাপাশি বাবুলের পরকীয়া সংক্রান্ত আরও কিছু গোপন তথ্য ও ডায়েরি সংগ্রহ করি। ওই ডায়েরির মাধ্যমেই আমরা গায়েত্রীর নাম জানতে পারি। আইয়ুশ নামে এক পুত্রসন্তানের জননী গায়েত্রী। আইয়ুশের বয়স এখন ১০। মিতুর বাসায় আইয়ুশকে রেখে বাবুল আক্তার গায়েত্রীকে নিয়ে ঘুরতে যেত। মিতু প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। ২০১৪ সালে বাবুল আক্তার যখন মিশনে দেশের বাইরে যায় তখন একটি পুরনো মোবাইল ফোন অব্যবহৃত অবস্থায় আলমারিতে রেখে যায়। গেমস খেলার জন্য মিতু একদিন ওই মোবাইল সেটটি বের করে তার ছেলে মাহিরকে দেয়। এ সময় ওই সেটে মিতু ২৩টি ইনকামিং এসএমএস দেখতে পায়। পরে মিতু ওই মেসেজগুলো নিজ হাতে সাদা কাগজে লিখে রাখে। এ নিয়ে মিতুর সঙ্গে টেলিফোনে বাবুল আক্তারের অনেক কথাকাটাকাটিও হয়েছিল। ওই বছরের শেষের দিকে বাবুল আক্তার ছুটি নিয়ে দেশে ফিরলে বিষয়টি নিয়ে অনেক ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে মিতুর কাছ থেকে বাবুল ওই ফোন সেটটি কেড়ে নেয়। পাশাপাশি এসএমএসগুলো ডিলিট করে ফেলে। মিতুকে নানা ধরনের হুমকি দেয়।’

জানতে চাইলে ইউএনএইচসিআরের সিকিউরিটি অফিসার মজিবুর রহমান জানান, গায়েত্রী একসময় ইউএনএইচসিআরের কক্সবাজার শাখায় কর্মরত থাকলেও এখন নেই। প্রায় দু’বছর আগে তিনি বদলি হয়েছেন। এখন তিনি জেনেভায় ইউএনএইচসিআর সদর দফতরে কর্মরত। কক্সবাজারে থাকার সময় তিনি (গায়েত্রী) কারও সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন কিনা তা তার জানা নেই।

এ ছাড়া বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, ‘বাবুল আক্তার চট্টগ্রামে যে বাসায় থাকত সে বাসার পাশের ফ্ল্যাটের বাড়াটিয়া, বাবুলের বডিগার্ড, কনস্টেবল এবং কাজের মেয়েদের জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে মিতুকে কতটা নির্যাতন করা হতো। তার বিরুদ্ধে নারী নির্যাতন এবং আত্মহত্যাচেষ্টার প্ররোচনার অভিযোগে মামলাও করতে চেয়েছিলাম। সামগ্রিক বিষয় বিবেচনা করে তা করিনি।’

তিনি জানান, দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মিতু। হত্যাকাণ্ডের তিন মাস আগে একবার যখন মিতু আত্মহত্যার চেষ্টা চালান, তখন বাবুল পাশের রুমে বসে ফেসবুকে চ্যাট করছিলেন। মাহির (মিতু-বাবুলের ছেলে) গিয়ে তাকে জানায়, তার মা ভেতর থেকে ঘরের দরজা আটকে দিয়েছে। এ কথা শোনার পর বাবুল আক্তার মাহিরকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেন। পরে কাজের মেয়ে ফাতেমা দ্রুত বাইরে গিয়ে কলিং বেল চেপে রুমের দরজা নক করে বলে, আপা মেহমান এসেছে। দরজা খুলুন। এরপর দেখা যায়, মিতুর ওড়না ফ্যানের সঙ্গে ঝুলছে।

শেয়ার করুন