‘পরিবর্তন ফাউন্ডেশন বাংলাদেশ’ চেয়ারম্যান নওশাদ চৌধুরী মিঠু
অপরাজেয় বাংলায় মনটা হু হু করে কেঁদে উঠলো

বঙ্গবন্ধুর জন্মদিনে পরিবর্তন ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ

চট্টগ্রাম : অপরাজেয় বাংলায় পথশিশুদের সাথে নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে অন্ধকারাছন্ন সামাজিক কুপ্রথা পরিবর্তনে দিন বদলের স্বপ্ন দেখা ‘পরিবর্তন ফাউন্ডেশন বাংলাদেশ’।

শুক্রবার (১৭ মার্চ) সকালে নগরীর কদমতলীর ফলমণ্ডী এলাকার পথ শিশুদের আবাসস্থল অপরাজেয় বাংলায় এ অনুষ্ঠান উদযাপিত হয়। এছাড়াও পথশিুশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সভায় পরিবর্তন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান নওশাদ চৌধুরী মিঠু বলেন- ‘জাতীয় শিশু দিবসে ‘পরিবর্তন ফাউন্ডেশন বাংলাদেশ’ পথশিশুদের নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মদিন পালন করেছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু আজীবন ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পথশিশুদের আবাসস্থল ‘অপারেজয় বাংলাদেশ’ এর কদমতলী ক্যাম্পাসে এসে ভীষণ ভালো লাগায় মনটা ভরে গেলো। ছোট ছোট শিশুদের আন্তরিকতা ও আতিথিয়তা দেখে চোখে পানি চলে আসলো। নিজের ছেলেকে ওদের জায়গায় চিন্তা করলে মনটা হু হু করে কেঁদে উঠে। তাদের হাসি অমলিন থাকুক আজীবন এই প্রত্যাশা ‘পরিবর্তন ফাউন্ডেশন বাংলাদেশ’এর।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলার ভারপ্রাপ্ত কর্মকর্তা উর্মি বডুয়া, সংগঠনের উপদেষ্টা মিরাজ উদ্দীন, সভাপতি মাহফুজ উল্লাহ সুমন, সাধারণ সম্পাদক জামশেদ রাসেল, ইমরান জিকু, আব্দুল্লা আল মামুন, ফাতেমাতুজ জোহরা, বিশ্বজীত, আর জে জয়নুল, শরমিলি জামান প্রমুখ।

শেয়ার করুন