জঙ্গিবাদ ব্যবহার করে সরকার রাজনৈতিক ফয়দা উসুল করছে : আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী- ফাইল ছবি

সরকার ‘জঙ্গিবাদ’কে ব্যবহার করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘জঙ্গিবাদকে ব্যবহার করে তারা (সরকার) রাজনৈতিক ফয়দা উসুল করছে, জঙ্গিবাদকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করছে। সে কারণে জঙ্গিবাদের আশঙ্কার গুরুত্ব তারা হারিয়ে ফেলেছে, বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলেছে।’

শনিবার (১৮ মার্চ) দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমাজ কল্যাণ দলের উদ্যোগে এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব অভিযোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাশেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, তথ্যবিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী, কাজী মনিরুজ্জামান প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে জঙ্গিবাদকে ব্যবহার করা। বর্তমানে এ কাজটিই তারা করছে।

সরকারের উদ্দেশ করে খসরু বলেন, জঙ্গিবাদের মতো এই কঠিন বিষয়টি নিয়ে হেলাফেলা না করে জাতীয় ঐক্য গড়ে তুলুন।

শেয়ার করুন