স্মরণ সভায় মাহতাব উদ্দিন চৌধুরী
শোষণমুক্ত সমাজ গঠনে মুক্তিযোদ্ধা সামশুল আলম ছিলেন আপোষহীন

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামশুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম : মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রেড ক্রিসেন্টর সাবেক সাধারণ সম্পাদক, যুদ্ধকালীন গেরিলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামশুল আলম চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শাহেদ মুরাদ সাকুর।

আরো পড়ুন : আবরারকে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
আরো পড়ুন : চট্টগ্রামে ৩শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যুগ্ম আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাঈম উদ্দিন চেীধুরী ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, শ্রমিক লীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম, মরহুম সামশুল আলম চৌধুরীর পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সন্তান কমান্ডের উপদেষ্টা নওশাদ মাহমুদ রানা। বক্তব্য রাখেন বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কামরুল আলম জতু, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চেীধুরী, অশোক কুমার শুকুল, আবু মোহাম্মদ আবছার উদ্দিন, সৈয়দ আহমদ, শহীদুল ইসলাম দুলু, আশীষ গুপ্ত, শম্ভু দাশ, প্রশান্ত সিংহ, মোহাম্মদ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, সদস্য সচিব কাজী রাজেশ ইমরান, সদস্য সৈয়দ ওমর আলী, হাসান মোঃ আবদুল হান্নান, সাজ্জাদ হোসেন, বিবি গুল জান্নাত, ওয়াসিফুল হক চৌধুরী কৌশিক, সৈকত চক্রবর্তী, কাজী মাইনুদ্দিন রিগান, শাহনাজ লিমা, শফিকুল মনির, জুনায়েদ আহমদ, জয়নুদ্দিন জয়, জুলফিকার আলম, মোঃ টিটু, নিলয়, সাইমুল রহমান, শাহ আলম মুন্না, মোঃ হারুন, বিজয় প্রমুখ।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামশুল আলম চৌধুরী অত্যন্ত সাহসী ও আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী ছিলেন। একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের কাছে ত্যাগ-তিতিক্ষার নিদর্শনস্বরূপ চির ভাস্কর হয়ে থাকবেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে সামশুল আলম চৌধুরী ছিলেন আপোষহীন। স্মরণ সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব ফজল আহমদ।

শেয়ার করুন