নাইক্ষ্যংছড়ির সোনালী ব্যাংকের ২ কর্মকর্তাসহ ৩ জনের করোনা শনাক্ত

ছবি : প্রতীকী

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর সোনালী ব্যাংক শাখায় দুই কর্মকর্তাসহ উপজেলা চেয়ারম্যানের কন্যার করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা আবু জাফর মো. ছলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : উদ্বোধনের আগেই পানির তোড়ে ভেসে গেল সেতু
আরো পড়ুন : বান্দরবানে ইউ‌পি সদস্য হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

তিনি জানান, নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা শাখার সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ উপজেলা চেয়ারম্যান কন্যার জ্বর ও সর্দি কাশির থাকায় নমুনা সংগ্রহ করা হয়। আজ নমুনা সংগ্রহের রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে।

সোনালী ব্যাংক কর্মকর্তার নাম হলো ‌সো‌বা‌য়েত হো‌সেন ও থোয়াইহ্লা‌চিং মার্মা। আর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহর বড় কন্যা তা‌কিয়া।

এ নিয়ে উপজেলায় বর্তমানে ১৫ জনের করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন।