হাটহাজারীতে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান

হাটহাজারীতে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান

চট্টগ্রাম : হাটহাজারীতে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে মাস্ক ব্যবহার না করায় ২০জনকে ৭হাজার ৪০০টাকা অর্থদন্ড দেয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহ।

অভিযানে দন্ডের পাশাপাশি মাস্ক পরার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে শরীফ উল্যাহ বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।