শহীদ বেদীতে নগর জাপার শ্রদ্ধাঞ্জলি

শহীদ বেদীতে নগর জাপার শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম : জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন, বাংলার দামাল ছেলেরা ৭১ সালে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পাকিস্তানী হায়েনাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সুষম উন্নয়নের দেশ গঠনের স্বপ্নে বিভোর হয়ে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রম বিসর্জনের মাধ্যমে অর্জিত স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বাংলার মানুষ আজও বঞ্চিত। এখনও বিনা বিচারে মানুষ হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ, গুম রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতিমুক্ত হতে পারেনি বাংলাদেশ। তাই মুক্তিযুদ্ধের প্রকৃত নির্যাস জনগণের কাছে পৌছে দিয়ে সমৃদ্দ দেশ গঠনে জনতার বন্ধু জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে তিনি দেশপ্রেমিক নাগরিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

আরো পড়ুন : বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন সীতাকুণ্ডে
আরো পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর সিনেমা প্যালেস চত্বরে নগর জাপা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর জাপার সাবেক সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন রনির পরিচালায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-নগর জাপা সাবেক সহ সভাপতি ওসমান খান, কামরুজ্জামান পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি জহুরুল ইসলাম রেজা, কৃষক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি এনামুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নগর যুব সংহতির যুগ্ম আহবায়ক কায়সার হামিদ মুন্না, এম এ শুক্কুর, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর মহিলা পার্টির আহবায়ক রাবেয়া বসরী বকুল, সদস্য সচিব সেলি আক্তার, নগর জাপা অর্থ সম্পাদক চন্দন চক্রবর্ত্তী, কৃষি বিষয়ক সম্পাদক জাহিদুল আলম বাচ্চু, কাজী হেলাল হোসেন, নগর কৃষক পার্টি সাধারণ সম্পাদক পিকাশ শীল সাগর, ছাত্র সমাজের কেন্দ্রীয় সাবেক সদস্য সুমন বড়ুয়া, বাপ্পি আহমেদ, আবু হাসান, ই.পিজেড থানা জাপা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সহ সভাপতি জামাল উদ্দিন কান্টু, মনির হোসেন, জাপা নেতা তৌফিক হোসেন প্রমুখ।

শেয়ার করুন