সিএমপির ৫৭ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধিত

সিএমপির ৫৭ বীর মুক্তিযোদ্ধাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

চট্টগ্রাম : মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান ৫৭জন পুলিশের সদস্য বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মানিত মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারন করেন।

আরো পড়ুন : বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন সীতাকুণ্ডে
আরো পড়ুন : শহীদ বেদীতে নগর জাপার শ্রদ্ধাঞ্জলি

এসময় সিএমপি কমিশনার উপস্থিত প্রত্যেক পুলিশ মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরন করে নেন। তাদের হাতে তুলে দেন শুভেচ্ছা উপহার। অনুষ্ঠানশেষে সম্মানিত পুলিশ মুক্তিযোদ্ধাগণ সিএমপি কমিশনারের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, মহানগর ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহম্মদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন