মারমা ওয়েলফেয়ার : উথোয়াইচিং সভাপতি, শৈপ্রুচিং সম্পাদক

মারমা ওয়েলফেয়ার কমিটির উথোয়াইচিং সভাপতি, শৈপ্রুচিং সাধারণ সম্পাদক

বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে এক সাধারণ সভার শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা’র সংঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

আরো পড়ুন : সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চমেক হাসপাতালের পাবলিক অ্যাম্বুলেন্স
আরো পড়ুন : মিরসরাইয়ে পৌঁছালো করোনার ১২ হাজার টিকা

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুইবেঅং মারমা, প্রতিষ্ঠাতা সদস্য হ্লাচিংথোয়াই মারমা,চমং মারমা, এডভোকেট বাসিংথোয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমাংউ মার্মা, কার্যনির্বাহী সদস্য মাজাইনু মারমা, ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈবং মারমা, ১নং পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, পাড়া কারবারী, মেম্বারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, মারমা সমাজকে এগিয়ে নিতে গেলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতি যার যার মতো হবেই, কিন্তু সমাজে একতাবদ্ধ হতে হবে। বক্তারা আরো বলেন, মারমা ভাষা চর্চা করতে হবে, শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষিত হয়ে মারমা সমাজকে এগিয়ে নেয়ার মনোভাব থাকতে হবে সকলের মধ্যে।

সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে উপদেষ্টা ২৪জন ও ২১জন সদস্যর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে উথোয়াইচিং মারমাকে নতুন কমিটির সভাপতি ও শৈপ্রুচিং মারমাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।