পার্বত্য জেলা পরিষদে করোনা প্রতিরোধক বুথ স্থাপন

খাগড়াছড়ি: দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ক্রমশই বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। এ জেলায় গত চব্বিশ ঘন্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে খাগড়াছড়িতে ৯৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে ৮৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আর মারা গেছেন ৮ জন।

বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন রোগী। এছাড়া বাকী ৬১ জন করোনা আক্রান্ত রোগী নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা।

আরো পড়ুন : চাকরির প্রলোভনে আটকে রেখে পালাক্রমে ‌‘ধর্ষণ’ : গ্রেপ্তার ৪ চট্টগ্রামে
আরো পড়ুন : চট্টগ্রামে ১‌৮ মামলার আসামী বার্মা সাইফুল গ্রেফতার

এদিকে প্রতিষ্ঠানকে করোনামুক্ত রাখতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রবেশ মুখে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের উদ্যোগে এবং পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থপনায় পরিষদ কার্যালয়ের প্রবেশ মুখে স্থাপন করা বুথ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক দিদারুল আলম দিদার ও জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মনির হোসেনসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুথ উদ্বোধনের সময় সকলকে মাস্ক পরিধান, ঘন ঘন সাবান, পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার আহবান জানান চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।