সুনসান নিরব মিরসরাইয়ের কামার পল্লী

ইকবাল হোসেন জীবন (মিরসরাই) : সামনে ঈদুল আযহা, কিন্তু কেউ এসে বলছে না দাদা তাড়াতাড়ি চাকুটা তৈরি করে দিন। অন্য সময় খোঁজ কেউ না রাখলেও ঈদুল আযহার কয়েক দিন আগে থেকেই সবাই খোঁজ নেয় কামারদের।

কিন্তু এবারের চিত্র ভিন্ন। অন্য বছর এ সময়টাতে তারা দিনরাত টুং টাং শব্দ করলেও এবার শুধু নীরবতা। নেই ভাঁতি আর ফুাঁসফুঁস শব্দ।

উপজেলার মিঠাছরা, জোরারগঞ্জ, বারইয়ারহাটসহ বিভিন্ন হাটবাজার এবং কামার পল্লীতে গিয়ে দেখা গেছে, বাজারে লোহার দাম বেশি আর লকডাউন থাকার কারণে তাদের কাছ থেকে অনেকেই জিনিস কিনতে আসছে না। তারপরও চাহিদার কথা মাথায় রেখে উপজেলার কামররা এখন রীতিমহ ব্যস্ত ছোট বড় দা, বটি, ছুরি, চাকু তৈরিতে। তাদের ভাবনা যদি একটু ভাগ্য খুলে।

মিঠাছরা বাজারের কামার জিকু বলেন, লোহা ও কয়লার দাম বেশি হওয়ার তাদের এ পেশায় সারা বছর ভাটা থাকে। অনেকেই বাধ্য হয়ে পেশা ছেড়ে দিয়েছেন। অন্যবার হাসি মুখে জোরারগঞ্জ বাজারের বলাই বলতেন, ‘সারা বছর কোনো রকমে পেশা ধরে থাকলেও এবার আমার কদর বেড়েছে।’ কিন্তু এবার তার মুখে হাসি নেই, বিষাদঘন মন নিয়ে বললেন, ‘ভগবানই জানে আমার কি হইবে।’