

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেন এলাকা থেকে ১১শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক রুবেল বড়ুয়া (৩২) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পূর্বপাড়াস্থ পিএফপাড়ার পুলিন বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঘুমধুম সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন : ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে পোশাক কারখানা
আরো পড়ুন : হৃদরোগ বিশেষজ্ঞ ‘গরীবের ডাক্তার’ মোস্তফা কামালের ইন্তেকাল
বুধবার (১৪ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রুবেল বড়ুয়া একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ টেকনাফ-কক্সবাজার সড়কের টিভি টাওয়ারের পূর্বে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমূখে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১১শ পিস মরণ নেশার বড়ি ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
আটক মাদক কারবারির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা রুজু করে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।