বারইয়ারহাট পৌরসভায় প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২০২১-২০২২ সালের বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বারইয়ারহাট পৌরসভার কার্যালয়ে ৫৯ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৩০০.০৫ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র রেজাউল করিম খোকন।

প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লক্ষ ৪৬ হাজার ৩০০.০৫ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৩শ’ টাকা।

এর মধ্যে উন্নয়নখাতে ব্যায় ধরা হয় ৪৫ কোটি ৯৬ লাখ টাকা।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব সমর কান্তি চাকমা, সহকারী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ মুলকুতের রহমান প্রমুখ।

বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র রেজাউল করিম খোকন বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সর্বত্র উন্নয়ন করে যাচ্ছে। পৌরসভার উন্নয়নে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।

বাজেট অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন