সাতকানিয়ার চেয়ারম্যান হত্যা : মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতকানিয়ার চেয়ারম্যান হত্যা : মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম : জেলার সাতকানিয়ায় চাঞ্চল্যকর চেয়ারম্যান আমজাদ হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মো. জসিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সিকদার পাড়ায় অভিযান চালিয়ে তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দীন ওরফে জসিম (৪৫) কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন শিকদার পাড়া এলাকার বাসিন্দা মৃত মুক্তার আহমেদের ছেলে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের সিনি.সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, সাতকানিয়ার চেয়ারম্যান আমজাদ হত্যাকান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জসিমের অবস্থান শনাক্ত করার পর র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্ত : ভারতের প্রতিরক্ষা প্রধানসহ নিহত ১৩
আরো পড়ুন : আবরার হত্যা : ২০ আসামির প্রাণদন্ড, যাবজ্জীবন ৫ জনের

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী জসিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য : ১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত সোয়া ১২ টার দিকে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের ওরশ চলাকালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনকে(৪৫) নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং- নং-১(১০)৯৯। গত বছরের ১৩ ডিসেম্বর মামলার রায় ঘোষণা হয়। এতে ১০জন আসমীকে মৃত্যুদন্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।