সিবিএ-বান্ধব জসিমের পিডিবি

উপকেন্দ্র সুইচবোর্ড কর্মকর্তার দায়িত্বে সহকারী লাইনম্যান!

চট্টগ্রাম : জসিম উদ্দিন। পিডিবি’র বিক্রয় ও বিতরণ বিভাগ বিবিরহাট আঞ্চলিক কার্যালয়ে লাইনম্যান পদের কর্মচারী। সেই সুবাদে মহানগর বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। মূলত সাংগঠনিক ব্যস্ততার কারণে নিজ দায়িত্ব-কর্তব্য পালন করার ‘সময়’ পান না। পাশাপাশি তার ছেলে জিয়া উদ্দিন পিডিবি’র সহকারী লাইনম্যান। অবশ্য তার কোন সাংগঠনিক দায়িত্ব নেই। তিনি দায়িত্ব পালন করছেন উপ-সহকারী প্রকৌশলী পদমার্যাদার পদে। মুরাদপুর ৩৩/১১ কেভিএ উপকেন্দ্রে সুইচবোর্ড এটেন্ডেন্ট এর (এসবিএ) দায়িত্ব পালন করছেন জিয়া। তার সহকর্মীরা জানিয়েছেন, জিয়া ওই পদের যোগ্য নন। নিয়োগপ্রাপ্তও নন। শুধু সিবিএ’র প্রভাবশালী নেতার ছেলে-ওই সুবাদে একজন উপসহকারী প্রকৌশলীর পদমর্যাদার পদ সুইচবোর্ড এটেন্ডডেন্ট (এসবিএ) হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।’ বিতরণ অঞ্চল বিবিরহাট আঞ্চলিক কার্যালয়ের একজন সহকারী প্রকৌশলী বিষয়টি স্বীকার করে এই প্রতিবেদককে বলেন-‘ওই পদে জনবল সংকট রয়েছে, যে কারণে তাকে এসবিএ’র দায়িত্ব দেয়া হয়েছে।’ শুধু তার নিজের ছেলে নয়, আপন ভাই নুরুল ইসলাম বাবুল, স্ত্রীর ভাই রুবেল হোসেন, বোনের ছেলে মো. কামালও পিডিবি’র বিভিন্ন পদে কর্মরত। তারা সবাই সংগঠনের নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। আর জসিমের ছোট ছেলে ফরহাদ হোসেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি’র ঠিকাদার। অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে। তবে সিবিএ নেতা জসিমের ভয়ে কোন কর্মকর্তাই কথা বলতে সাহস করেন না।

প্রসঙ্গক্রমে একজন উপ-সহকারী প্রকৌশলী বলেন-‘সিবিএ নেতা জসিম উদ্দিন নিয়মিতই অফিসে আসেন। হাজিরা খাতায় স্বাক্ষর করেন। ঠিকা শ্রমিকদের কিছু নির্দেশনা দেন। এরপর সাংগঠনিক মিছিল মিটিং তদ্বিরসহ নানা কাজে প্রধান প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরের অন্দরে-বাহিরে ব্যস্ত সময় কাটান। মাসশেষে পিডিবি’র কোষাগার থেকে বেতন-ভাতা তুলে নেন। সতের হাজার টাকা বাড়িভাড়া, নিজের প্রাইভেট কার, কোটি টাকার ফ্ল্যাটের অধিকারী লাইনম্যান জসিমের বিলাসী জীবন-যাপনে রয়েছে আভিজাত্যের ছাপ।’ তিনি বলেন-‘কন্ট্রাক্ট মিটারে সংযোগ, বিদ্যুতের তারে হুক দিয়ে বিদ্যুৎ চুরি কিংবা হিটারের বিপরীতে মাসোহারা আদায় নয়, এবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পাহাড়জুড়ে নিজেই একাধিক স্বতন্ত্র বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছেন।’

সাংগঠনিক ব্যবস্ততায় নিজের দায়িত্ব পালন করতে না পারায় ওই কাজ করতে ডজনখানেক ঠিকা শ্রমিক (বদিআলম) নিয়োগ দিয়েছেন তিনি। ওইসব বদিআলম নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট প্রকৌশলীদেরও অনীহা। অবশ্য সিবিএ’র দাপুটে নেতার-তোপে ওইসব ‘অনীহা’ ঠাঁই পায়না। এভাবেই চলছে বছরের পর বছর। সিবিএ-দৌরাত্মে জিম্মি প্রশাসনের কেউ টু-শব্দও করতে সাহস করে না। অনেকে রসিকতা করে বলেন-‘সিবিএ-বান্ধব পিডিবি, জসিমে জিম্মি প্রশাসন।’

* নোটিশের জবাব না দিয়ে বিদেশ ভ্রমণ
** সিবিএ নেতাকে শো-কজ
*** সলিমপুর পাহাড়ে আবারো বিদ্যুৎ সংযোগ
**** সলিমপুর পুন:সংযোগ চাইতে এসে ৮ জন গ্রেপ্তার
***** চাকরী না করেই তুলে নেন বেতন-ভাতা
***** দুর্ভোগে সাড়ে তিন হাজার বিদ্যুৎ গ্রাহক

****** সলিমপুর পাহাড়ে আবারো বিদ্যুৎ সংযোগ

শেয়ার করুন